বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য ও সদস্য বাছাই সম্পন্ন

বিরলে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য ও সদস্য বাছাই সম্পন্ন

বিরল পৌরসভা সাধারণ নির্বাচন, ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ও ৬ নং ভান্ডারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপনির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য ও সদস্য বাছাই সম্পন্ন করা হয়েছে। সেমাবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি অফিস চত্ত্বরে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইয়াসমিন আরা বানু, বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, মনিটরিং সদস্য বিপ্লব মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রশিক্ষক সুশান্ত সরকার, বিরল উপজেলা প্রশিক্ষক সোহেল রানা প্রমূখ।
বিরল উপজেলার ২৫১ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাকে এ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়েছে বলে নিশ্চিত করেন বোচাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইয়াসমিন আরা বানু। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ৮.৩০ টা হতে বিকাল ৪.৩০ টা পর্যন্ত ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ নির্ভাচন অনুষ্ঠানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS