রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হাতীবান্ধায় নৌকা ডুবিতে ৩ জন নিখোজ উদ্ধার ১

হাতীবান্ধায় নৌকা ডুবিতে ৩ জন নিখোজ উদ্ধার ১

লালমনিরহাট প্রতিনিধি। রবিবার ( ৯ জুলাই) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ধুবনী এলাকায় তিস্তা নদীতে এক নৌকা ডুবিতে ৩ জন নিখোজ হয়েছে। অনেক খোজার পর বিকালে ঘটনাস্থলের ৫ কিলোমিটার দূরে ১ জনের লাশ পাওয়া গেলেও অপর দুইজনকে পাওয়া যায়নি।
জানা গেছে উপজেলার দঃ গড্ডিমারী গ্রামের কাব্বেদ আলী ১৫/১৬ জন শ্রমিক লেবার  নিয়ে তার তিস্তা নদীর ওপারে জমিতে রোপা আমন চারা লাগানোর জন্য রবিবার সকালে একটি মাছ ধরা ছোট নৌকা যোগে উত্তর ধুবনী ঘাট থেকে য়ায়। যাবার সময় মাঝ নদীতে নৌকা ডুবি গেলে অন্যান্য লেবারেরা সাতার কেটে এবংভিভিন্ন কৌশলে বেচে গেলেও  আহেদুল ইসলাম(৫৫) পিতা মৃত্যু ধলাই শেখ ফজলুল হক (৬০)পিতা মৃত্যু দমেজ উদ্দীন উভয়ের গ্রাম দঃ গড্ডিমারী ও সফিকুর রহমান (৫২) পিতা মৃত্যু গাদু শেখ গ্রাম মধ্য গড্ডিমারী সকলের উপজেলা জেলার দক্ষিন ও মধ্য গড্ডিমারী এলাকার বাসিন্দা। উদ্ধারেরজন্য ফায়ার সার্ভিস ও ডুবাকুর দ্বাড়া দিন ব্যাপী চেষ্টা করার পরেও উদ্ধার করতে পারেনি অবশেষে দুর্ঘটনার স্থান হইতে প্রায় ৫ কিলোমিটার ভাটিতে সিন্দুর্না এলাকায় ভাসমান অবস্থায় জনগনের মাধ্যমে ১ ব্যক্তি সফিকুর রহমানএর লাশ উদ্ধার করা হয়েছে। বিকেল পুলিশ সুপার, ইউ এন ও নজির হোসেন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দফায় দফায় ঘটনাস্থল পরির্দশন করেছে।
৫২ বার ভিউ হয়েছে
0Shares