শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে মুদিখানার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ফুলবাড়ীতে মুদিখানার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকসাহাবাজপুর আমবাগান গ্রামে জামাল উদ্দিনের মুদিখানার দোকান ভাংচুর ও লুটপাট করেন প্রতিপক্ষরা। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকসাহাবাজপুর আমবাগান গ্রামের মৃত খেতাব উদ্দিনের পুত্র মোঃ জামাল উদ্দিন (৫২) গত বুধবার ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সাহানুর আলম সানু পিতা- মৃত মোসলেম উদ্দিন, স্বজনপুকুর, মোঃ সাহাদৎ হোসেন শুভ, পিতা- মৃত মহসীন আলী, তানভীর মাজহা তান্না (৩৩), পিতা- মোঃ ইমদাদুল হক, মোঃ দেলোয়ার হোসেন সুমন (৩৫), মোঃ হাসান ইমাম (৪০), উভয়ের পিতা মৃত মোজাফ্ফর হোসেন, সাং- চকসাহাবাজপুর, ফুলবাড়ী, দিনাজপুর সহ অজ্ঞাত ১০-১২ জন গত বুধবার দুপুর ১ টায় দলবদ্ধ হয়ে গিয়ে মোঃ জামাল উদ্দিনের মুদি দোকানে হামলা ও লুটপাট করেন। এতে তার দোকানের ক্যাশে থাকা ৬০ হাজার টাকা, এলইডি টিভি ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মোঃ জামাল উদ্দিন ঐ দিনেই উল্লেখ্য ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। উল্লেখ্য যে, একই ব্যক্তিরা গত ২১/০৬/২০২৩ইং তারিখে দুপুর সাড়ে ১২টায় চকসাহাবাজপুর মৌজায় দাগ নং-২৬, এ অবস্থিত দোকানঘরটি ভাংচুর করে। এই ঘটনায় ঐ জমির মালিক মোঃ মোতাহার আলী, পিতা- মৃত মোশারফ হোসেন এর নিকট হইতে প্রায় ২৪-২৫ বছর পূর্বে ভাড়া নিয়ে জামাল উদ্দিন দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করিয়া আসছে। হঠাৎ গত ২১/০৬/২০২৩ ইং তারিখে উল্লেখ্য ব্যক্তিরা জায়গায় এসে জোর করে দোকানের সামনের ঘর ভেঙ্গে ফেলে তারা দখল নেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভূমিদস্যু, ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক সেবনকারী, মাদক বিক্রয়ের অভিযোগে ফুলবাড়ী থানায় মামলা রহিয়াছে। যাহার মামলা নং-৯/৯৯, তারিখ-১৬/০৭/২০২২ইং। জি আর নং-৯৯/২২, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৪ দ:বি, পার্বতীপুর থানার মামলা নং-১৭/১০৮, তারিখ-০৭/০৪/২০২৩ ইং। জিআর নং-১০৮/২৩, ধারা ৩৬(১), সর্বনীয় ১৪(ক)৪১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ফুলবাড়ী থানার মামলা নং-১১, তারিখ-১০/০৫/২০২৩ ইং, জিআর নং-৭৫/২৩, ধারা ৩৪১/৩২৩/৩২৫/৩৪ দ:বি:। তার পূর্বের ফুলবাড়ী থানার জিডি নং-১১/২৪, তারিখ- ২১/০৫/২০২৩, ফুলবাড়ী থানার জিডি নং- ৪০৬, তারিখ- ১০/০৬/২০২৩ইং। বর্তমান উক্ত মামলাগুলি বিচারাধীন রয়েছে। উল্লেখ্য ব্যক্তিরা ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় হাঙ্গামা মারপিট জমি দখল সহ একাধিক কর্মকান্ড করে আসছে। এই ঘটনায় দোকান মালিক মোঃ জামাল উদ্দিন আইন প্রয়োগ কারী সংস্থার কাছে ন্যায় বিচারের দাবি করেছেন।

৭৫ বার ভিউ হয়েছে
0Shares