শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পত্নীতলায় রোগির আর্থিক সহায়তার এককালীন অনুদানের চেক বিতরণ

পত্নীতলায় রোগির আর্থিক সহায়তার এককালীন অনুদানের চেক বিতরণ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগির আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে ইউএনও মোছাঃ রোমানা আফরোজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার।

এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা সমাজসেবা অফিসার (অতিঃ) শহিদুল ইসলাম, থান ওসি পলাশ চন্দ্র দেব প্রমূখ। উল্লেখ্য, ৫০ হাজার করে পাঁচ জন রোগিদের মধ্যে মোট আড়াই লক্ষ টাকার ওই চেক হস্তান্তর করেন অতিথিরা।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS