বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার জাহানপুর ইউনিয়ন এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ওই আসামীকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ১০ এপ্রিল দুপুর দেড় টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত আনছের আলী মন্ডলের ছেলে হামিদুল ইসলামকে তার বাড়ী থেকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ব্যক্তিসহ তার নিজ বাড়ি থেকে আসামীর দেয়া তথ্যমতে মাদকসহ তাকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ন নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।

১৮৫ বার ভিউ হয়েছে
0Shares