শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষার্থীদের উপবৃত্তির দাবীতে আলোচনা সভা

ধামইরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষার্থীদের উপবৃত্তির দাবীতে আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে  স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চালুর দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ধামইরহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওসি মো. মোজাম্মেল হক কাজী ছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ ডাটাবেজকৃত ৭৪৫৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি পুনরায় অনতিবিলম্বে চালুর দাবীতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধানতাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল কাদের, অন্যান্যের মধ্যে ভিমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রেজাউল করিম,  মান্দার উপজেলার পীরপালী ইবতেদায়ী মাদারাসার প্রধান শিক্ষক রেজাউল করিম, মহাদেবপুর উপজেলার সারতা ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক নুরুল হক সহ  জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বক্তাগন জানান, ধামইরহাট উপজেলায় ২২ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মধ্যে মাত্র ৪টি মাদরাসার প্রধান শিক্ষককে ২৫ শত টাকা ও সহকারী শিক্ষককে মাত্র ২৩ শত টাকা বেতন প্রদান করা হলেও বাকী ডাটাবেজভুক্ত ১৮ মাদরাসার শিক্ষক কর্মকর্মচারী অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন এবং মানবেতন জীবন যাপন করছেন। অবিলম্বে তারা জাতীয়করণের দাবী জানান।

 

 

৯৫ বার ভিউ হয়েছে
0Shares