সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাগেশ্বরীতে ভোক্তা অধিকারের অভিযান-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ দোকানিকে  জরিমানা

নাগেশ্বরীতে ভোক্তা অধিকারের অভিযান-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ দোকানিকে  জরিমানা

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩ দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার  (২০ মার্চ) উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে সংস্থাটি।

সংশ্লিষ্ট সুত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে নাখারগঞ্জ বাজারের সাদ্দাম ফার্মেসীকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে একই বাজারের জহুরুল স্টোর এবং ইব্রাহিম স্টোরকে ২ হাজার টাকা করে সর্বমোট ৩ দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পন্য ও ওষুধ গুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্বে দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোন অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল পণ্য বিক্রি না করতে পারে সে লক্ষ্যে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জনস্বার্থে এ ধরণের অভিযান আমাদের নিয়মিত অব্যাহত থাকবে।’

অভিযানের এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS