শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে মহিলা লীগের মাঝে এমপির পক্ষে সোনিয়া সরদারের শাড়ি বিতরণ 

তানোরে মহিলা লীগের মাঝে এমপির পক্ষে সোনিয়া সরদারের শাড়ি বিতরণ 

সারোয়ার হোসেন,তানোর: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী-১(তানোর গোদাগাড়ী) আসনের সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী মহিলা লীগের নেত্রীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করছেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। জানা গেছে, চলতি মাসের(২৫ জুন ও ২৬জুন) উপজেলা আওয়ামী মহিলা লীগের নেত্রীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে এসব শাড়ি কাপড় বিতরণ করা হয়। এসময় শাড়ি বিতরণে উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, তানোর পৌর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী শিউলি রানী ও সাধারণ সম্পাদক নাসিমা বেগম প্রমূখ। উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মহিলা নেতৃবৃন্দদের মাঝে ঈদুল আজহা’র আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় এমপি ওমর ফারুক চৌধুরীর ঐছিক তহবিল থেকে এসব শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে। তানোরে মহিলা আওয়ামী লীগের সংগঠন সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রাণ মহিলা আওয়ামী লীগের সংগঠন।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS