শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান ; ১০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান ; ১০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় মদ জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মারফত সাংবাদিকদের জানান, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ-এর তত্ত¡াবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় ওসি, ডিবি (পূর্ব) মোঃ সায়েদুর রহমান এঁর পরিচালনায় এস আই মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম শনিবার রাত সাড়ে ৩টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রীজ এর উপর অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ০৪ (চার) বোতল ভারতীয় মদসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে কলমাকান্দা উপজেলার বটতলা (গুনাপাড়া) গ্রামের মোঃ সুরুজ মিয়ার দুই পুত্র মোঃ শুক্কুর আলী (২৪) ও মোঃ সুমন মিয়া (২০)।

অপর দিকে উক্ত টিমটি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বাইশদার মুন্সিখালী ব্রীজে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৬ বোতল ভারতীয় মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের মোখলেছুর রহমানের পুত্র মোঃ ইলিয়াছ হোসেন (২৭)।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের যথাযথ ধারায় মামলা দায়ের করার পর আজ রবিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares