শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হট্টোগোল মঞ্চ ভাংচুর,পুলিশ সহ কয়েকজন নেতাকর্মী আহত

সেনবাগে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হট্টোগোল মঞ্চ ভাংচুর,পুলিশ সহ কয়েকজন নেতাকর্মী আহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যানারে পৌর আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের নাম না থাকার ঘটনাকের কেন্দ্র করে সভাস্থল উপজেলা অডিটোরিয়ামে চরম হট্টোগোল হয়েছে। এসময় সভামঞ্চের বক্তিতার ডয়াস ছুড়ে ফেলে দেওয়া হয় ও পৌর সভা আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আল মামুন কর্তৃক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহ উপস্থিত নেতারা নাজেহাল হয়েছে। এঘটনার পর প্রায় আধাঘন্টা বিলম্বে সভা অনুষ্ঠিত হলে উক্ত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আসম জাকারিয়া আল মামুন। এরআগে শুক্রবার বিকাল ৫টার দিকে সেনবাগ পৌরসভার ডাক বাংলার সামনে থেকে স্থানীয় সাংস্দ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুস্পস্তবক অর্পন করে। উপজেলা অডিটোরিয়ারেম গিয়ে মোরশেদ আলমের সভাপতিত্বে ও লায়ন জাহাঙ্গীর আলম মানিককে সঞ্চালনায় সভা শুরু হলে জন্মদিনের না থাকায় এনিয়ে কথা হয়। এক পর্যায়ে পৌর আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আল মামুন ওই ব্যানারে তাদের নাম না থাকায় ব্যানারটি লাগানো হয়নি বলে জানান। এইনিয়ে উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী লায়ন জাহাঙ্গীর আলম মানিককে সঙ্গে কথা কাটাকাটি হয় এ এবং হট্টোগোল শুরু হয়। এ সময় হট্টোগোল থামাতে গিয়ে সেনবাগ সেনবাগ থানার কয়েকজন পুলিশ ও দলীয় কর্মী আহত হয়। পরে পৌর সভা আওয়ামীলীগের সেক্রেটারী শাহাজাহান পাটোয়ারীর সঞ্চালনায় প্রতিষ্টাবার্ষিকীর সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,স্থানীয় এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম,উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী লায়ন জাহাঙ্গীর আলম মানিক, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আসম জাকারিয়া আল মামুন, মহিলালীগ নেত্রী হাফিজা হেলাল, রেজিয়া বেগম বকুল, আব্বাস চৌধুরী,নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুম,কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,কেশারপাড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বেলাল ভূঁইয়া,ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী,ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী সোহরাব হোসেন সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে কেকে কেটে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS