শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে দু’শ্রেষ্ঠ কলেজ শিক্ষককে সংবর্ধনা

সেনবাগে দু’শ্রেষ্ঠ কলেজ শিক্ষককে সংবর্ধনা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী সেনবাগে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে সেরা দু’কলেজ শিক্ষকের সংবর্ধনা দিয়েছে কানকিরহাট ডিগ্রি কলেজ। বৃহষ্পতিবার দুপুরে কানকিরহাট ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজ মিলনায়তনে ওই সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুভাষ বনিকের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক তাসলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবধিত কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী এ কে এম নেছার উদ্দিন। এসময় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল চক্রবর্তী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, পদার্থ বিজ্ঞান বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক রুহুল আমিন, জ্যৈষ্ঠ প্রভাষক নুরজাহান বেগম, পরিসংখ্যান প্রভাষক মোহাম্মদ বাহা উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সমীর চন্দ্র দাস, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আবু নাঈম খান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন সাহা, অর্থনীতি বিভাগের প্রভাষক আলিম আল রাজী, প্রভাষক সিরাজুল খান, প্রভাষক মোহাম্মদ আলা উদ্দিন, তাহমিনা উম্মে ফাতেমা,প্রভাষক মোতাহের হোসেন, প্রভাষক নুর জাহান বেগম প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সেরা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ কাজী এ.কে.এম. নেছার উদ্দিন ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আইসিটি বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহে সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় ক্রেষ্ট প্রদান করা হয়।

১১০ বার ভিউ হয়েছে
0Shares