বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় প্রতিবন্ধীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁয় প্রতিবন্ধীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ঃ  নওগাঁর পত্নীতলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন) পত্নীতলা উপজেলার আমবাটি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে সি আর পি রাজশাহী কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক প্রতিবন্ধীকে চিকিৎসাসেবা দেয়া হয়। ক্যাম্পে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল করিম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ রুমানা আফরোজ, নির্বাহী অফিসার পত্নীতলা, নওগাঁ।

এসময় বিনামূল্যে ওষুধ ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেয়া হয়।

ক্যাম্পে চিকিৎসক হিসেবে সহযোগিতা করেন রাজশাহী সি আর পি র মেডিকেল অফিসার ডা. মার্জিনা খাতুন, সেন্টার ম্যানেজার সোমা বেগম, কৃত্রিম অঙ্গ সংযোজন বিশেষজ্ঞ ফাইজুল লাবীব, অকুপেশনাল থেরাপিস্ট নাজনিন রহমান, ফিজিওথেরাপিস্ট রাইহান হাবিব, খাইরুল ইসলাম ও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট শাহজালাল, সিডাব রাজশাহী সভাপতি মাকসুদুন নবী মুরাদ, সিবিআর কর্মকর্তা আসাদুজ্জামান।

কৃত্রিম অঙ্গ সংযোজন বিশেষজ্ঞ ফাইজুল লাবীব জানান, এমন উদ্যোগের সাথে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমাদের দ্বারা যদি কেউ সামান্যতম উপকৃত হয় নিজেকে সার্থক মনে হবে।

আমবাটি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা আঁখি খাতুন জানাব, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে সার্থক করতে চিকিৎসা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সকলের কাছে কৃতজ্ঞ আমি ও আমার প্রতিষ্ঠান।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এটি একটি মহৎ উদ্যোগ। এমন উদ্যোগের মধ্য দিয়ে প্রতিবন্ধী শিশু ও তার পরিবাররা তাদের চিকিৎসার সম্পর্কে সঠিক ধারণা পাবে। এমন উদ্যোগ গ্রহণকারীদের সব সময় সার্বিক সহযোগিতা প্রদান করবে প্রশাসন ।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS