মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘা শাহ্দৌলা সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

বাঘা শাহ্দৌলা সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

বাঘা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাঘা শাহ্দৌলা সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহ্দৌলা সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৩ কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১জুন) সকাল ১১ টার সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক ।

প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক, তাহামিদুল ইসলাম,শরিফা খাতুন,মুসলিমা খাতুন, আহমেদ বেলাল, মোস্তাফিজুর রহমান, সনজীব কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে অধ্যয়নরত সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪১ বার ভিউ হয়েছে
0Shares