শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের লালপুরে ফসলী জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুরে ফসলী জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

ইসাহাক আলী, নাটোর, ২৪ মে- নাটোরের লালপুরে ফসলী জমিতে অনুমোদনহীন এবং অবৈধ ভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক কৃষাণীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া তারা পুবুর খনন বন্ধের দাবিতে উপজেলা নিবার্হী অফিসার শামীমা সুলতানার নিকট স্বারক লিপিও পেশ করেন তারা।

আজ বুধবার দুপুরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর নামকস্থানে এলাকার কয়েকশত নারী ও পুরুষ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ভুক্তভোগী শুকুর আলী, আশরাফ আলী টুনা, আবু জাফর, জিল্লুর রহমান অন্যরা। তারা জানান, এ এলাকার জমিগুলো উচু বছরে তিন থেকে ৪টি ফসল জন্মে। তারা এখানে নানা ফসলের সাথে ফুলের চাষ করেন। যাতে এলাকার মানুষ এখন স্বাবলম্বী। কিন্তু ওই পুকুর খনন করা হলে এলাকার কয়েকশ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। আবাদী জমিগুলো অনাবাদি হয়ে যাবে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন,স্বারক লিপি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

১২২ বার ভিউ হয়েছে
0Shares