সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা ছাত্র দগ্ধ মুমুর্ষ অবস্থায় ঢাকার বার্ন ইঊণিটে ভর্তি

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা ছাত্র দগ্ধ মুমুর্ষ অবস্থায় ঢাকার বার্ন ইঊণিটে ভর্তি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগে বিদ্যুৎস্পúুষ্ট হয়ে দুই মাদরাসা ছাত্র গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে ওই দুই ছাত্রকে মুমুর্ষ অবস্থায় একজনকে ঢাকার শেখ হাসিনা প্লাষ্টিক এন্ড বার্ন ইউনিটের সার্জারী বিভাগে ও অপর জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হচ্ছেঃ উপজেলার খাজুরিয়া গ্রামের পন্ডিত বাড়ির মনির হোসেনের ছেলে হিফজ বিভাগের ছাত্র নাহিদুল ইসলাম (১২) ও ছাতারপাইয়া গ্রামের মোঃ সেলিমের ছেলে হিফজ বিভাগের ছাত্র মোঃ মেহেদী হাসান হৃদয় (১২)।

ওই বিদ্যুৎম্পুষ্টের ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬মে) দুপুরে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া মোহাম্মদিয়া মাদরাসায়।

স্থানীয়রা জানায় শুক্রবার দুপুর পৌনে ১টারদিকে খাজুরিয়া মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষকরা মাদরাসার ছাত্রদের দিয়ে ৪তলা ভবনের ছাঁদ পরিস্কার করতে পাঠায়। ছাত্ররা ছাদ পরিস্কার সময় ভবনের পাশ্বদিয়ে যাওয়া বিদ্যুৎতের ৩৩ কে কেবিএ সঞ্চালন লাইনের সাথে এএস পাইপ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় ৪তলা ভবনের ছাঁদ থেকে পড়ে গুরুত্ব আহত হয়। এবং নাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরে অধিকাংশ পুড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঢাকায় ভর্তি করান। তাদের অবস্থা আশঙ্কা জনক।

এব্যাপারে মাদরাসা শিক্ষা কমিটির সচিব মোঃ আবদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শিক্ষকরা নামাজের প্রস্তুতি নেওয়ার সুযোগে ছাত্ররা নিজেদের উদ্যোগে ছাঁদ পরিস্কার করতে গিয়ে ওই দুর্ঘটনাল শিকার হন।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares