শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন

সেনবাগে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন করেছে প্রিন্সিপাল শেখ মফিজ উদ্দিন ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন উপলক্ষে প্রিন্সিপাল শেখ মফিজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে নিজসেনবাগ শেখ আবদুস সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ বদরুল হাছান মামুনের সভাপতিত্বে ও আবু শাকের মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।

এসময় বিশেষ অতিথি ছিলেন,কাদরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন মিরু, তাহিরপুর তামিরুল উম্মাত আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হেদায়েত উল্যা, বীর মুক্তিযোদ্ধা ছায়দুল হক, সাবেক ইউপি সদস্য আলী আক্কাস মেম্বার, ব্যবসায়ী আলা উদ্দিন আলো, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জসিম, ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ আবদুল্লাহ মাহমুদ ইমতিয়াজ, প্রিন্সিপাল শেখ মফিজ উদ্দিন। পরে অতিথিবৃন্দ ২৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বই , ২০ শিক্ষার্থীর মাঝে সিলেবাস ভিত্তিক গাইড বই ও ৩শত গাছের চারা বিতরণ করা হয়।শেষে অতিথিরা মাদরাসা আঙ্গীনায় গাছের চারা রোপন করে।

৭৫ বার ভিউ হয়েছে
0Shares