শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলা নববর্ষ পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলা নববর্ষ পালন

মেহের আমজাদ,মেহেরপুর : “মুছে যাক গøানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে মেহরপুরে মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমি সামনে থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় ।

মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। আলোচনা সভা,মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালাম,স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,লিউজা-উল জান্নাহ,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমল হোসেন,পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামান,মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, টি টি সির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন। মঙ্গল শোভাযাত্রায় নব বর-বধূ,জেলে,কৃষক, বাউলসহ নানা সাজে সজ্জিত হয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়। মঙ্গল শোভাযাত্রায় মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের শত শত মানুষ অংশগ্রহণ করে।

৮৮ বার ভিউ হয়েছে
0Shares