শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালীতে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন ১০ দোকান,৩০লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি

নোয়াখালীতে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন ১০ দোকান,৩০লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালীপ্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তদোকান মালিকদের। সোমবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে মাইজদী ফায়ার স্টেশনের সিনয়ির অফিসার মোঃ কবির হোসেন বলেন, উদয় সাদুরহাট বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের স‚ত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, ওষুদ দোকান, কীটনাশক দোকান, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাÐে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares