শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আলু ও পানিকচু ফসলের মাঠ দিবস

গোবিন্দগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আলু ও পানিকচু ফসলের মাঠ দিবস

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আলু ও পানিকচু ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম। আজ বুধবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটা সাকোইল গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে এবং কৃষক মনসুর রহমান মন্টু সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা ই মাহমুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ধনেশ্বর বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কন্দল জাতীয় ফসল রপ্তানি করে কৃষকরাএখন আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। এজন্য তিনি রপ্তানি যোগ্য পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের আহŸান জানান।

এর আগে সকালে গোবিন্দগঞ্জ পৌর সভার চাঁনপুর খলসী মহল্লায় অনুষ্ঠিত একই বিষয়ে অপর মাঠ দিবসের আলোচনা সভা উপসহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য্যের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS