বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শামীম আহমেদ

রাজশাহী জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শামীম আহমেদ

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নাটোরের ডিসি শামীম আহমেদ। তিনি রাজশাহী জেলার ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বিদায়ী জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ বিষয়ে বিশেষ প্রকাশনা বদলে যাওয়ার গল্প হস্তান্তর করা হয়। আর বিদায় জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল বদলি হয়ে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে যোগদান করবেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ জেলা উপজেলা প্রশাসনের ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রমুখ। এর আগে, রোববার (১২ মার্চ) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব এবং (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ পাপ্পি স্বাক্ষরিত এক আদেশে নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী জেলা প্রশাসন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১০২ বার ভিউ হয়েছে
0Shares