শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবারে ঢেউ টিন বিতরণ

কুড়িগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবারে ঢেউ টিন বিতরণ

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চরসুভারকুটি গ্রামের বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী সহিদার রহমানের পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে কুড়িগ্রাম সদর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের ঐকান্তিক চেষ্টায় ২ বান্ডেল ঢেউ টিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম প্রমূখ।
এর আগে গত বছরের ২১ ডিসেম্বর  উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের নির্দেশনায় ও উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমানের উদ্যোগে এবং হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজার প্রচেষ্টায় এই দৃষ্টিপ্রতিবন্ধী অতিদরিদ্র সহিদার রহমানের পরিবারের মাঝে একটি গরু বিতরণ করা হয়েছে। যার মূল্য ৬০ হাজার টাকা।
উল্লেখ্য, পরিবারটির ৫ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। আর এর মধ্যে ৪ জনই জন্মান্ধ।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares