শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোনার পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও ইফতার মাহফিল

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৬ মার্চ) বিকেলে স্থানীয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স-এর সভাপতিত্বে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS