শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং আল-হেরা ইনষ্টিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং আল-হেরা ইনষ্টিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রংপুর বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর জুম্মপাড়াস্থ বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ।
এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাফিজ খান লোপচু। স্বাগম বক্তব্য রাখেন বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বিনতে হুসাইন নাজনীন বানু। পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে রংপুর আল-হেরা ইনষ্টিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ইনষ্টিটিউট এর ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস ছাত্তার শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওর্য়াড কাউন্সিলর লিটন পারভেজ, সংরক্ষিত নারী কাউন্সিলর হাসনা বানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রংপুর মেট্রোপলিটন চেম্বার পরিচালক নুরুল ইসলাম পটু, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ, নজরুল ইসলাম মল্লিক। ক্রীড়া প্রতিযোগিতায় শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS