বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির দশ প্রকৃতিপ্রেমীর গল্প

পানছড়ির দশ প্রকৃতিপ্রেমীর গল্প

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি, ১৭.৩.২০২৩ ; পানছড়ির দৃষ্টিনন্দন রাবার ড্যামে দীর্ঘদিন যাবৎ পরিলক্ষিত হচ্ছিল ময়লা আর আবর্জনা। যার কারনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে এসে দর্শনার্থীরা নিতেন মুখ ফিরিয়ে। বর্তমানে দুর্গন্ধময় ময়লার স্তুপ আর নেই । পানছড়ি প্রকৃতি প্রেমী দশ যুবকের স্বেচ্ছাশ্রমে ময়লার স্তুপে এখন শোভা পাচ্ছে ঝকঝকে স্বচ্ছ পানি। ১৭ মার্চ শুক্রবার সকাল থেকে প্রায় তিন ঘন্টার অক্লান্ত পরিশ্রমে দারুণ সৌন্দর্য বিরাজ করছে পুরো এলাকা জুড়ে।
স্বেচ্ছাশ্রমী পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি, যুব রেড ক্রিসেন্ট পানছড়ি ইউনিটের সাবেক যুব প্রধান মোফাজ্জল হোসেন জানান, পানছড়ির বুক চিরে বয়ে গেছে একমাত্র চেংগী নদী। উপজেলার শান্তিপুর, এলাকায় ২০১৩সালে প্রায় দশ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে রাবার ড্যাম। পানছড়ি বাজারসহ বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা ফেলে চেংগী নদীকে বানিয়েছে ডাষ্টবিন। এসব ময়লা ভেসে ভেসে রাবার ড্যামে এসে আটকে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সৌন্দর্যটাও নষ্ট করে ফেলেছে। তাই স্কুল শিক্ষক সিরাজুল ইসলাম, সমাজকর্মী রায়হান আহমেদসহ আমরা দশজনের একটি দল মিলে পরিষ্কার করে দিয়েছি। ভবিষ্যতে পানছড়ি বাজারের ময়লা-আবর্জনা অন্যত্র ফেলার ব্যবস্থা না করলে সহসাই আবারও আগের অবস্থা ফিরে পাবে। পরিবেশের বিপর্যয় থেকে চেংগী নদীসহ রাবার ড্যামকে রক্ষা করতে প্রশাসনের সু-নজর চায় তারা।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS