বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পিতার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা শ্বশুড় বাড়িতে না দেওয়ায় গৃহবধূকে মারধর, ৯৯৯ এ ফোন করে উদ্ধার

পিতার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা শ্বশুড় বাড়িতে না দেওয়ায় গৃহবধূকে মারধর, ৯৯৯ এ ফোন করে উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মপুর গ্রামের হাজ্বী আলী আহম্মেদের বাড়ির মৃত আবদুল খালেকের মেয়ে দুই সন্তানের জননী জেসমিন আক্তার (২৫) পিতার বাড়ির সম্পত্তি বিক্রি করে সে টাকা শ্বশুড় বাড়িতে দিতে অস্বীকার করায় দেবর ও শ্বশুড়,শাশুড়ী মিলে গৃহবধূকে মারধর করে আটকিয়ে রাখে।ওই ঘটনায় গৃহবধূকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে তার জা রুবিনা (২৪)ও মারধরের শিকার হয়। পরে পিতার বাড়ির লোকজন খবর পেয়ে জরুরী সেবা ৯৯৯এ ফোন করে লাঙ্গলকোট থানা পুলিশের সহযোগীতায় ওই গৃহবধূ জেসমিন (২৫)ও রুবিনা (২৪)কে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করিয়েছে। ওই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে কুমিল্লার লাঙ্গলকোট ঊপজেলার শাকতলী গ্রামে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে ভিকটিমের ভাই আবদুর সাত্তার জানায়, দীর্ঘ ১০ বছর পূর্বে সামাজিক ভাবে লাঙ্গলকোট উপজেলার শাকতলা গ্রামের হাইস্কুলে পাশ্বে বাড়ির আবদুল মতিনের ছেলে স্বপন (৩৫) সঙ্গে তার বোনের বিবাহ হয়। এর কিছুদিন পর তার পিতা আবদুল খালেক মারা হয়। এর পরবর্তীতে ভগ্নিপতি স্বপন বিদেশ চলে যায়। সে বিদেশ গিয়ে সেখান থেকে রুস্তম (৩৫) হাফেজ আহম্মেদ(৪০)ও শিউলী (৩০)এর প্রত্যক্ষ মমদে তার ভাই মাসুদ (৩৫) ও শেখ ফরিদ (২৫) এবং পিতা আবদুল মতিন (৬৫)ও মা মাফিয়া খাতুন (৫৫) প্রায় সময় তার বোন জেসমিন আক্তরকে পিতার বাড়ির সম্পত্তি বিক্রি করে ওই টাকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য মারধর করতো। ঘটনার দিন মঙ্গলবার বিকাল ৩টারদিকে ফের অভিযুক্তরা তার বোন জেসনিমকে পিতার বাড়ি থেকে তার পাওয়া সম্পত্তি বিক্রি করে ওই টাকা শ্বশুর বাড়ি নিয়ে যেতে বললে সে তা অস্বীকার করে। এক পর্যায়ে দেবর,শ্বশুড়,শাশুড়ী মিলে গৃহবধুকে বেদম মারধর করে আটকিয়ে রাখে। পরবর্তীতে খবর পেয়ে ভিকটিমের ভাই আবদুল সাত্তার জরুরী ৯৯৯ এ ফোন করে লাঙ্গলকোট থানা পুলিশের সহযোগীতায় তার বোনকে রক্তক্ত অবস্থায় উদ্ধার করে সেনবাগ ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান। লাঙ্গলকোট থানার ডিঊটি অফিসার ফেরদাউস বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৬৮ বার ভিউ হয়েছে
0Shares