রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
তানোর শিবনদী ব্রীজের রাস্তা নির্মাণ কাজে ধীরগতি ভোগান্তিতে জনসাধারণ 

তানোর শিবনদী ব্রীজের রাস্তা নির্মাণ কাজে ধীরগতি ভোগান্তিতে জনসাধারণ 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের শীব নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক নিির্মাণে ধীর গতির কারণে লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এনিয়ে তানোর ও মোহনপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের (ইউপি) লক্ষাধিক মানুষ ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাড়ছে ক্ষোভ। জানা গেছে, তানোর পৌর সদরের গোল্লাাপাড়া-সইপাড়া রাস্তার শীব নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাত্র ২০০ মিটারের সংস্কার কাজ প্রায় ৩ মাস যাবত মাঝ পথে আটকে আছে। মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করেই প্রায় তিন মাস ধরে বালি ফেলে রাখা হয়েছে। এসব বালিতে পানি না দেয়ায় সেটা এখন বালির চরে রুপ নিয়েছে। এতে দুই উপজেলার কয়েকটি ইউপির প্রায় লক্ষাধিক মানুষের  দুর্ভোগ চরমে উঠেছে।  বিশেষ করে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। মাত্র দুশ’মিটার সংযোগ সড়কের কাজ মাঝ পথে আটকে থাকায় দু’উপজেলার লক্ষাধিক মানুষকে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউপির আতানারায়নপুর গ্রামের কৃষক আব্দুল কাদের ও আব্দুল আলিম বলেন, মাত্র দুশ’হাত রাস্তা সংস্কার না হওয়ায় তাদের ১০ কিলোমিটার পথ ঘুরে আলু নিয়ে তানোর ক্লোডস্টোরে যেতে হচ্ছে, এতে তাদের কায়িকশ্রমের পাশাপাশি বেশী অর্থ গুনতে হচ্ছে। তারা বলেন, ঠিকাদার আব্দুর রশিদের খামখেয়ালির কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছে, এই সেতুর পর কাজ শুরু করে পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু ট্যানেলের মতো মেগা প্রকল্পের কাজ শেষ হলেও এই সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হচ্ছে না। এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুর রশিদ বলেন, মানুষের দুর্ভোগ হলে তিনি কি করবেন, তিনি বলেন, মাটির কারণে প্রতিবছর সংযোগ সড়ক ভেঙে যায়। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, সিডিউল অনুযায়ী কাজ করে নেওয়া হচ্ছে। কোন অনিয়ম হয়নি। অতীতের চেয়ে যে প্লানে টিকসই সড়ক হবে সে অনুযায়ী কাজ চলছে। আগামী জুনের আগেই শেষ হবে। পানি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান পানি দিতে হবে, না দিলে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
৫২ বার ভিউ হয়েছে
0Shares