মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত ২০

বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত ২০

ইসাহাক আলী, নাটোর, ১৪ মার্চ- নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চাপাই নবাবগঞ্জ গামী হানিফ কেটিসি পরিবহনের সাথে রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী রতœা পরিবহনের সাথে মানিকপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই রতœা পরিবহনে থাকা অজ্ঞাত এক যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মি ও স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares