মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিজিবি’র নারী, শিশু ও মানব পাচারের কুফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বিজিবি’র নারী, শিশু ও মানব পাচারের কুফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনায় বিজিবি’র নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধে করণীয় সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র আয়োজনে হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ। তিনি নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে এ সংক্রান্ত ভিডিও চিত্র  সকল প্রশিক্ষণার্থীদের  মাঝে প্রদর্শন করেন।

এসময় সেমিনারে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) সীমান্তের ১৫ টি বিওপির সর্বমোট ৯২.৬০ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, চোরাচালানী এবং নারী, শিশু ও মানব পাচারবন্ধে বিজিবি’র কঠোর অবস্থানের কথা তোলে ধরেন। এছাড়াও ভবিষ্যতে নেত্রকোণা সীমান্তে এ ধরণের অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

আয়োজিত ওই সেমিনারে ময়মনসিংহ সেক্টরসহ অধীনস্থ সকল ব্যাটালিয়ন হতে জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর ৩০ জন সৈনিক অংশগ্রহণ করেন।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS