সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ চোরাকারবারী আটক

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ মোঃ ইমাত উল্লাহ নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে ঝাঁঝা সীমান্ত এলাকা থেকে ইমাতউল্লাকে আটক করা হয়। আটক ইমাত উল্লাহ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। জানা গেছে ঝাঁঝা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল টহল থাকাকালীন সময় ঝাঁঝা সীমান্তের ১২২ নম্বর পিলারে ২০ গজ দূরে ইমাত উল্লাহকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বাংলাদেশী ১৮ লক্ষ টাকা উদ্ধার করে।ঝাঁঝা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝাঁঝা বিজিবি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares