শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় শোক দিবসে মেহেরপুর জেলা আওয়ামী লীগের জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং র‌্যালি

জাতীয় শোক দিবসে মেহেরপুর জেলা আওয়ামী লীগের জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং র‌্যালি

মেহের আমজাদ,মেহেরপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন সহ শোক র‌্যালি আনষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক,সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন,তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. কাজী শহীদ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদের চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর পরে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি শোক র‌্যালি বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে শোক র‌্যালিটি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে থেকে শুরু করে প্রধান সকক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

৯৯ বার ভিউ হয়েছে
0Shares