সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিএসএফের গুলিতে নিহত বাবুর লাশের অপেক্ষায় পরিবার

বিএসএফের গুলিতে নিহত বাবুর লাশের অপেক্ষায় পরিবার

মোস্তাফিজার রহমান মিলন , হিলি, দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু নিহতের ঘটনায় তিন দিন অতিবাহীত হলেও লাশ কবে ফেরত পাবে কি-না তা নিয়ে উৎকন্ঠায় দির পার করছে পরিবার ও স্বজনরা। লাশ ফেরত পেতে বিজিবির কাছে আবেদন করেও কোন আশ্বাস মিলছেনা বলে পরিবাদের দাবি। একমাত্র ছেলে নিহতের ৩ দিন অতিবাহিত হলেও লাশ না পাওয়ায় শয্যাশায়ী নিহত বাবুর বাব-মা ও স্ত্রী।  নিহতের মামা বাবলু হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকেই বিজিবিকে একাধিকবার লিখিত ও মৌখিক ভাবে অবগত করলেও তারা কিছুই জানাচ্ছেননা।

পরিবারের দাবি, শুক্রবার বিকেলে মেয়ের খাবার ও অসুস্থ বাবার ওষধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান বাবু। এরপর রাত ৯ টার দিকে জানা যায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ধরান্দা এলাকার ২৮৫/২৫ সাব- সীমানা পিলারের ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাবু নিহত হয়েছেন।

এ ঘটানায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইলামের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares