
বিরলে ২ টি ইট ভাটায় ভ্রাম্যামান আদালতের অভিযান

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) \বিরলে ২ টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ টি ইটভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করতে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে এবং অর্থ দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ এর ১৫ ধারা মোতাবেক বিরলের ফরক্কাবাদ ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সোনালী ব্রিক্স (এসবিএম)কে ২০ হাজার টাকা ও মঙ্গলপুর ইউনিয়নের গড়–র গ্রামের এএমবি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা এবং পানি দিয়ে ভাটার চলমান ইট প্রস্তুতের আগুন নিভিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন। অর্থদন্ড নগদ আদায় সাপেক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীরা সাথে সাথে পানি দিয়ে ভাটায় ইট প্রস্তুতের আগুন নেভান। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহায়তা প্রদান করে।