শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

পঞ্চগড়ে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

পঞ্চগড় : পঞ্চগড়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০২ফেব্রæয়ারী) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান।
এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এবং লাইন ডাইরেক্টর ডাঃ মাহমুদুর রহমান ও রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল,পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম,পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন সহ অনেকে বক্তব্য রাখেন।
দিন ব্যাপী কর্মশালায় স্বাভাবিক প্রসব সেবা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও সদর উপজেলার জনপ্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

৮৬ বার ভিউ হয়েছে
0Shares