রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে কমিটির সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে কমিটির সভা অনুষ্ঠিত

 আফজাল হোসেন ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি ;; দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোলাম স্তফা(জি,এম)পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের ক্যাম্পাসে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় শতবর্ষ অনুষ্ঠানের আহবায়ক জানান,আগামী ১১ ফেব্রæয়ারী শনিবার একদিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গনপ্রজাতন্ত্রীক বাংলাদেরশ সরকারের মাননীয় নৌ প্রতিমন্ত্রী মোঃ খালেদ মাহমুদ চৌধুরী। দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রীয় সংগিত শিল্পী আখি আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এস. এম. আব্দুল্যাহ নুরুজ্জামান।

শতবর্ষ অনুষ্ঠানের সম্ভব্য খরচ নিয়ে আলোচনা করেন শতবর্ষ উদযাপন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ¦ মোঃ মাহামুদ আলম লিটন। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন,জিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ,স্বকল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম প্রমূখ।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares