শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের ৩ নম্বর ওয়ার্ডের চকপিয়ার এলাকায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলেন, ওই এলাকার আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ (৫) ও নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান। স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে বাড়ির পাশে একসাথে খেলাধুলা করছিলেন। খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজিরা এক পর্যায়ে মৃত আবদুল্লাহর বাড়ির পাশে ওই ডোবাতে খাদিজাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সংবাদ দিলে তারা এগিয়ে আসে। পরে স্থানীয়রা আব্দুল্লাহ ও খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

১৪৯ বার ভিউ হয়েছে
0Shares