বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

৬৫ Views

ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার ( ১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
দর্শকদের উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায়, আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ প্রমুখ।
এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, আটোয়ারী থানার এসআই মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, ফায়ার সার্ভিস স্টেশন লিডার কামাল উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক -শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন ।

Share This