শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে জাতীয় শোক দিবসে  বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষরোপন

ধামইরহাটে পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে জাতীয় শোক দিবসে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষরোপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উপজেলা সদর ও ৮টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আম, জাম কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপন করেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. আকতার হোসেন, মো. গোলাম সরফরাজ (রাঙ্গা) ও মো. রাজু মিয়া, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকা, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাথী সিদ্দিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহরাব হোসেন ও রাব্বী হোসেন, ফার্মাসিস্ট ওমর ফারুক সহ সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্যাকমো, পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারীগণ উপস্থিত ছিলেন।

১৩০ বার ভিউ হয়েছে
0Shares