শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জাকেরগঞ্জ এলাকার পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রহিম শেখ জানান, চালক হৃদয় শাহ মোটর সাইকেল যোগে শহরের উদ্দেশ্যে আসার পথে রেল লাইন অতিক্রম করছিলো। এসময় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। তে চালকসহ মোটর সাইকেল ছিটকে পাশের ডোবায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের দাবী মোটর সাইকেলের আরেক আরোহী নিহতের স্ত্রী রওনক জাহান (২৬) এ ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত হৃদয় শাহ নীলফামারী জেলার সদর উপজেলার ঘাটেরপাড় গ্রামের মোকছেদুল হকের ছেলে। বছর খানেক আগে ডোপ টেষ্টে চাকুরী হারান হৃদয়।

সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক শাওন জানান, খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়েছে।

৬২ বার ভিউ হয়েছে
0Shares