মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে প্রধানমন্ত্রীর উপহার কম্বল অর্থ বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

তানোরে প্রধানমন্ত্রীর উপহার কম্বল অর্থ বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

 তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল ও নগদ অর্থ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে বিতরণ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসব কম্বল ও নগদ অর্থ তুলে দেয়াসহ মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত করা হয়। জানা গেছে, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা তথ্য আপা মৌসুমি খাতুন, বারঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হক,তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন,মোমিনুল হক মোমিনসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।
১৩৫ বার ভিউ হয়েছে
0Shares