বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র‌্যালি,সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণ থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্দানে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, আওয়ামীলীগ নেতা আরিফুল এনাম বকুল,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল,মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন,মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ জেলা আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। আনন্দ র‌্যালি শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এ সময় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS