সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর ; জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র‌্যালী, সহায়ক উপকরন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি’র সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা শিশু পরিবারের তত্ববধায়ক জাকির হোসেন,মেহেরপুর পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, এস কে এফ ফাউন্ডেশনের পরিচালক ফাইল উদ্দিন আহমেদ, সফল প্রতিবন্ধী উদ্যোক্তা শাকুল হোসেন,সবুজ হোসেন প্রমুখ। পরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, সহায়ক উপকরন ও সমাজসেবা দপ্তরে কর্মরত কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ,কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল প্রদান করা হয়। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মদ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares