শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নবাবগঞ্জে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা- প্রাণ গেল চালকের

নবাবগঞ্জে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা- প্রাণ গেল চালকের

এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেলিম হোসেন (১৮) নামের একজন মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মমিন মোড়র নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার জগন্নাথপুর কলেজপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সেলিম হোসেন মাহমুদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। সেখানে তার দুলাভাইয়ের মটরসাইকেল চালিয়ে হেয়াতপুর বাজারের উদ্দেশ্যে আসার পথে মমিন মোড়ের সামনে ইট ভাটার রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।পরে তাকে গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন,লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হইছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares