বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাবিলের ইন্তেকাল

রাজশাহীর তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাবিলের ইন্তেকাল

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড চকিরপাড়া মহল্লার বাসিন্দা,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান দূর্গাপুর উপজেলার কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিল উদ্দিন প্রামানিক সোমবার (২০শে ডিসেম্বর) দিনগত রাত ১.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ((ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৭০) বছর। তার দুই ছেলে সন্তান,নাতনি, স্ত্রীসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক হাবিল উদ্দিন প্রামানিক মাষ্টারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাহেরপুরসহ বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার তার জানাযার নামাজে শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম হাবিলের ছেলে জানান, দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন তিনি।কিডনি ড্যামেজ হয়ে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায়  সোমবার রাত ১.৩০ মিনিটে  শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ছিলেন ও বর্তমান কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। মরহুমের প্রথম জানাজার নামাজ বেলা ১২ টার দিকে তাহেরপুর ডিগ্রি কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ নিজ গ্রাম কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টার দিকে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন সর্ম্পন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন,বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

৬৯ বার ভিউ হয়েছে
0Shares