শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরের পাঁচন্দর ইউপিতে চেয়ারম্যান মতিনের  প্রচেস্টায় নৌকার পালে হাওয়া 

তানোরের পাঁচন্দর ইউপিতে চেয়ারম্যান মতিনের  প্রচেস্টায় নৌকার পালে হাওয়া 

সারোয়ার হোসেন,তানোর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন(ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিনের নেতৃত্বে জমে উঠছে শুরু করেছে প্রচার-প্রচারণা। জানা গেছে, চেয়ারম্যান আব্দুল মতিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তার অনুসারীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে আবারো এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে। ফলে দলমত নির্বিশেষে চেয়ারম্যান আব্দুল মতিনের প্রচেস্টায় লেগেছে পাঁচন্দর ইউপিতে নৌকার পালে হাওয়া, নেতাকর্মীরাও হচ্ছেন উজ্জ্বীবিত,ফিরেছে পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য।
জানা গেছে, স্থানীয় সাংসদের আহবানে সাড়া দিয়ে চেয়ারম্যান আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ ও জোর প্রচারণা চালাচ্ছেন। এতে করে রাতারাতি বদলে গেছে পাঁচন্দর ইউপিতে ভোটের মাঠের চিত্র। পাঁচন্দর ইউপির বেশকিছু জনসাধারণ মানুষ জানান, এই ইউপিতে অতীতে অনেক জনপ্রতিনিধি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে,কিন্তু বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনের মতো কেউ এলাকার উন্নয়ন মূলক কাজ করতে পারেনি। চেয়ারম্যান আব্দুল মতিন দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাটির অনেক রাস্তা পাকা করা হয়েছে, জলবায়ু নিষ্কাশনের জন্য ডেনেজ ব্যবস্থা করে দেয়া হয়েছে। পুকুর পাড়ের প্রটেশান ওয়াল করে দিয়েছেন। এরকম জনপ্রতিনিধি চেয়ারম্যান প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হওয়া উচিৎ বলে জানান তারা। পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন জানান, পাঁচন্দর ইউনিয়নে যে পরিমানে উন্নয়ন হয়ে তা শুধু এমপি ওমর ফারুক চৌধুরী এমপি হওয়ায় সম্ভব হয়েছে। আগামীতে আরো উন্নয়ন মূলক কাজ করা হবে বলে জানান তিনি।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS