শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পুঠিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত,চালক আহত

পুঠিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত,চালক আহত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ও চালক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় এঘটনা ঘটেছে বলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত ভ্যানযাত্রী হলেন,বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মৃত খালেদুজ্জামানের ছেলে সোহাব (২৫) ও আহত ভ্যান চালক জামিরা গ্রামের ওয়ালিদের ছেলে উমর আলী (৫০)। প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, ভ্যান চালক মোঃ উমর আলী সকাল ১০টার দিকে উপজেলার বেলপুকুর থেকে যাত্রী নিয়ে কাপাশিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় ভ্যানগাড়িটি পৌছালে পিছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২৬-০০০৭) ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ও ভ্যান চালক গুরুতর আহত হন। পরে বেলপুকুর থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। এসময় রামেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভ্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষনা করেন এবং ভান চালক উমরকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করান। তবে প্রাইভেটকারের চালক ও কার আটক আছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS