বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 ডোমারে মহান বিজয় দিবস উদযাপন 

 ডোমারে মহান বিজয় দিবস উদযাপন 

 রবিউল হক রতন,ডোমার (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারীর ডোমারে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত শুক্রবার (১৬ডিসেম্বর) ভোর ৬টায় ডোমার হাইস্কুল মাঠে তোপধ্বনীর মাধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তলন করে দিবসটির সুচনা করেন, ডোমার- ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
সূর্যদয়ের সাথেই ‘হৃদয়ে স্বাধীনতা’ চত্ত্বরে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ,উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,  উপজেলা ভাইস চেয়ারম্যান  আব্দুল মালেক সরকার, বেগম রোশন কানিজ,
ডোমার থানার পক্ষে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক মাহামুদ উন নবী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরননবী, আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডাঃ রায়হান বারী, বিএনপি, জাপা, ডোমার প্রেসক্লাব, নাট্য সমিতি, সাহিত্য ও সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল ৮টা. ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে প্যারেড, কুচকাওয়াজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রর্দশন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৭৮ বার ভিউ হয়েছে
0Shares