মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
উত্তর সোনাখুলী দলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর সংঘবদ্ধ আক্রমণ

উত্তর সোনাখুলী দলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর সংঘবদ্ধ আক্রমণ

সৈয়দপুর প্রতিনিধি ; সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ী বরিজ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর সংঘবদ্ধ আক্রমনের অভিযোগ মিলেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার মোঃ আনছারুল ও আনিছুর উভয়ের পিতা মৃত আফছার আলী। এই দুই ভাইয়ের নেতৃত্বে জিকরুল , পিতা-মৃত নমুদ্দি মামুদ, মোছাঃ আলেমা , স্বামী-মোঃ শহিদুল, আনোয়ারা স্বামী-জিকরুল, শিমু আক্তার, পিতা- শহিদুল ইসলাম, মোছাঃ এবেচা , স্বামী-জাহান উদ্দিন, মোঃ ওবায়দুল হক, পিতা-মৃত সইল্লা মামুদ, মোছাঃ বানু বেগম , স্বামী-ওবায়দুল হক ও মোছাঃ ফারজানা , স্বামী- আনিছুর রহমান মোট ১০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো ছোরা, কোদাল, লোহার সাবল, বাশের লাঠি ইত্যাদি মারাত্মক দেশী অস্ত্র-সস্ত্র সজ্জিত হইয়া ও তাদের হাতে থাকা বাশের লাঠি দ্বারা একই এলাকার প্রতিপক্ষের উপর অমানবিক আক্রমণ চালিয়ে তাদের গুরুতর আহত করেছেন। আহতরা হলেন-জাহাঙ্গীর আলম , পিতা-মৃত জমির উদ্দিন, মোছাঃ বিজলী , স্বামী-জাহাঙ্গীর, নাছিমা বেগম ঝর্ণা, স্বামী- মোঃ আলমগীর, মোছাঃ মনিরা আক্তার, স্বামী-আবুল কালাম আজাদ, রওশন আরা, পিতাঃ জমির উদ্দিন, লতিফা, স্বামী-আতিয়ার, মোছাঃ মরিয়ম, স্বামী-আনোয়ার হোসেন, দুলালী, স্বামী-হাবিবুর রহমান, মোছাঃ সামিনা, স্বামী-জহির উদ্দিন। এদের মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীর আলম ঘটনার দিন প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীনের জন্য সার্জারী বিভাগে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তার শারিরীক অবস্থা বেগতিক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। অন্যান্য গুরুতর আহতরা যথাক্রমে নাছিমা বেগম ঝর্ণা, মোছাঃ মমিনা আক্তার, মরিয়ম নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে অদ্যবধি চিকিৎসা গ্রহণ করছেন। অভিযোগ সূত্রে আরো জানা গেছে, উক্ত ঘটনা সম্পূর্ণ সিটি ফুটেজ -এ ধারণ করা হইয়াছে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে উল্লেখিত সংঘবদ্ধ দলের ১০ জনের বিরুদ্ধে ঘটনার পরের দিন সৈয়দপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে, এ ব্যাপারে উক্ত এজাহারে উল্লেখিত বিবাদীদের সাথে কথা হলে ১ নং বিবাদী মোঃ আনছারুল ইসলাম জানান, সরকারি চলাচলের রাস্তার পাশে পুকুর খনন করণ করা প্রসঙ্গে একটি অভিযোগ গত ১৩ মার্চ তারিখে সহকারী কমিশনার (ভ‚মি) বরাবর আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

৩৯৯ বার ভিউ হয়েছে
0Shares