মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত 

নড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:  নড়াইলের লোহাগড়া উপজেলায় একই রাতে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় পৃথক পৃথক মামলা ও সাধারণ ডাইরি করেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর গভীর রাতে নবগংগা ডিগ্রি কলেজ, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় ও সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটেছে। নবগংগা ডিগ্রি কলেজে ১ লাখ ৪০ হাজার টাকা ও কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ে ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ পাওয়া যায় নাই। তবে ওই বিদ্যালয়ে চুরি হয়েছে প্রধান শিক্ষক স্বীকার করেছেন এবং খুবশ্রীঘ্রই থানায় অভিযোগ দিবেন বলে জানান।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষীদের আটকের চেষ্টা চলছে।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares