বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:  নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আলমগীর মোল্যা ওরফে আলম (৩৫) ও নাজমুল মোল্যা (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর নড়াইল সদর থানার বিলডুমুর তলা গ্রামের কুবাদ মোল্যার ছেলে এবং নাজমুল নড়াইল সদর থানার হাড়িগড়া গ্রামের আসাম মোল্যার ছেলে।  (২১ আগস্ট) রাতে সদর থানাধীন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS