শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে-……..ডেপুটি স্পিকার

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে-……..ডেপুটি স্পিকার

বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হয় তার জন্য জাতির পিতা আজীবন লড়াই করে গিয়েছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির চমৎকার পরিবেশ তৈরি করেছেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্ব হচ্ছে দেশে কখনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যে সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।
 সোমবার বিকেলে (৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার  শামসুল হক টুকু, এমপি সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাঁথিয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, মুসলিম, হিন্দু,  বৌদ্ধ বা খ্রিস্টান যে ধর্মই পালন করুক সবাই এ দেশের নাগরিক, সবাই এ রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় যার যার দায়িত্ব রয়েছে। মালিক হিসেবে রাষ্ট্রের সকল সংকটে রাষ্ট্রের পাশে দাড়াতে হবে।
সাঁথিয়া উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কার্তিক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং পৌর কমিটির সভাপতি বলাই চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের পাবনা জেলা কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী।    এছাড়া সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সম্মেলনে সৈকত কুমার ঘোষ মানিককে সভাপতি,স্বপন কুমার রায়কে সাধারন সম্পাদ এবং গৌতম কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে সাঁথিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।
৪৩ বার ভিউ হয়েছে
0Shares